কুষ্টিয়ায় ৩ সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী লিপটন গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার 

|

কুষ্টিয়া সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের দূর্বাচারায় নিজ বাড়ি থেকে তিন সহযোগীসহ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপটনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (৬ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত থেকে সকাল পর্যন্ত সদরের দুর্বাচরা এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় গ্রেফতার করা হয় লিপটন ও তার তিন সহযোগীকে। সেইসাথে উদ্ধার করা হয় ৬টি বিদেশি পিস্তল, একটি শ্যুটার গান, ম্যাগাজিনসহ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র।

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, একসময় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন লিপটন। তার বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় একাধিক এজাহার আছে।

পুলিশের অপরাধ শাখার তথ্য অনুযায়ী, চরমপন্থি নেতা জাহাঙ্গীর কবির লিপটনের বিরুদ্ধে প্রায় দুই ডজন হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করা ছাড়াও পার্শ্ববর্তী ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার সব মিলিয়ে প্রায় অর্ধ শতাধিক হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply