আজ পবিত্র ঈদুল আজহা, কখন কোথায় জামাত

|

মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা আজ। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাতের আয়োজনের কথা রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, শনিবার পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া আবহাওয়া প্রতিকূল থাকলে বায়তুল মোকাররম মসজিদে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।

প্রতিবছরের মতো এবারও বায়তুল মোকাররম মসজিদে ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও শেষ জামাত পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা ও ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

এদিকে রাজধানী ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোর ঈদ জামাত সম্পর্কে জেনে নেয়া যাক।

চট্টগ্রাম

বন্দরনগরী চট্টগ্রামে ঈদুল আজহার প্রধান জামাত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। সকাল সাড়ে ৭টায় এ জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। সেখানে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। তাতে ইমামতি করবেন মসজিদটির পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

পাশাপাশি সিটি করপোরেশনের উদ্যোগে লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদ জামাত হবে।

জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আরেকটি ঈদ জামাত হবে সকাল ৮টায়। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় স্থানীয় মসজিদ ও ঈদগাহে স্থানীয়রা ঈদের জামাত আয়োজন করবেন।

রাজশাহী

রাজশাহীতে ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায় মহানগরীর হযরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে সকাল ৮টায় শাহ মখদুম (র.) দরগাহ জামে মসজিদে জামাত হবে। অন্যান্য ঈদগাহে নিজ নিজ ব্যবস্থাপনায় ও তাদের সময় অনুযায়ী ঈদ জামাত আয়োজন করবে।

খুলনা

শিল্পনগরী খুলনায় ঈদুল আজহার প্রধান জামাত হবে সার্কিট হাউস মাঠে, সকাল সাড়ে ৭টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে একই সময়ে খুলনা টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত হবে। খুলনা টাউন জামে মসজিদে আরও দুটি ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টা এবং সকাল ১০টায়।

খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে ঈদের জামাত হবে সকাল ৭টায়। একই সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে ঈদের জামাত হবে। এছাড়া খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরের প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত হবে।

খুলনা জেলা ও নগর মিলে এবার সাতশর বেশি মসজিদ ও ঈদগাহে ঈদুল আজহার জামাত হবে বলে জানিয়েছে প্রশাসন।

বরিশাল

বরিশালে কুরবানির ঈদের প্রধান জামাত হবে নগরীর বান্দ রোড হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগা ময়দানে সকাল সাড়ে ৭টায়। একই সময়ে নগরীর আমতলা মোড়ে বরিশাল জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে ঈদের জামাত হবে। এ ছাড়া চরমোনাই দরবার শরিফে ঈদের জামাত হবে সকাল ৯টায়। এ জামাতে ইমামতি করবেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

জেলার অন্যতম গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে।

বরিশাল নগরীর গীর্জা মহল্লার জামে কসাই, চকবাজারের জামে এবাদুল্লাহ, সদর রোডের বায়তুল মোকারম, পোর্ট রোডের জামে কেরামতিয়া ও আলেকান্দার ইউছুমদ্দিন জামে মসজিদে দুটি করে জামাত হবে। এ সব মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত ৯টায়।

সিলেট

সিলেটের শাহী ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল ৮টায়। ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ। এছাড়া নগরীর বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টায়, সকাল ৮টায় এবং সকাল ৯টায় ঈদের তিনটি জামাত হবে।

সিলেটের সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় জামাত হবে। সেখানে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী।

রংপুর

রংপুরে ঈদের প্রধান জামাত হবে কালেক্টরেট ঈদগাহ মাঠে। সকাল ৮টায় এ নামাজে ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন। আবহাওয়া খারাপ হলে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাত হবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে। সেখানে দ্বিতীয় জামাত হবে ৯টায়।

এবার জেলার পাঁচ হাজার ৯০টি মসজিদ সংলগ্ন এলাকার ঈদগাহ ও খোলা মাঠে ঈদের নামাজ আদায়ের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

ময়মনসিংহ

ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত হবে সকাল সাড়ে ৭টায়। একই মাঠে দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া শহরের বড় মসজিদে সকাল ৮টায়, মাদানী নূর মার্কাজ মসজিদ মাঠে সকাল ৭টা ও সাড়ে ৮টায় জামাত হবে।

/এসআইএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply