Site icon Jamuna Television

ঈদের নামাজ আদায় করলেন ফুটবল দলের খেলোড়ায়রা

পবিত্র ঈদুল আজহার ঈদের নামাজ আদায় করছেন জাতীয় ফুটবল দলের সদস্যরা। শনিবার (৭ জুন) রাজধানীর পরিবাগের একটি মসজিদে নামাজ পড়েছেন হামজা, ফাহমিদুল, জামালরা।

জাতীয় দলের ক্যাম্প চলায় ফুটবলাররা সবাই হোটেলে রয়েছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেয়া সাদা পাঞ্জাবি পরে ফুটবলাররা সবাই একসঙ্গে যান ঈদের নামাজ পড়তে। হোটেলের পাশেই পরিবাগের একটি মসজিদে সকাল ৭টার জামাতে শরিক হন তারা।

ঈদের দিন বিকেল ৫টায় শুরু হবে বাংলাদেশ দলের অনুশীলন। তবে দুপুর ২টা পর্যন্ত ফুটবলারদের ছুটি দিয়েছে বাফুফে। চাইলে যে কেউ যেতে পারবেন বাড়িতে। নামাজ শেষে গনমাধ্যমে কথা বলেন ফুটবলাররা। সিঙ্গাপুরের বিপক্ষে জয় তুলে দেশ বাসিকে ঈদের উপহার দিতে চায় দল।

/এসআইএন

Exit mobile version