Site icon Jamuna Television

জাতি আর যেনতেন ভোট চায় না: জামায়াত আমির

ফাইল ছবি

অর্থবহ নির্বাচনের মাধ্যমে দেশের চলমান সংকটের সমাধান হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ জুন) সকালে মৌলভীবাজারের কুলাউড়ার তুলাপুরে ঈদের নামাজ আদায় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতি আর যেনতেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ নিশ্চিত না হলে, নির্বাচন অর্থবহ হবে না।

তিনি আরও বলেন, পরপর তিনটি জাতীয় নির্বাচনে জনগণ প্রকৃতভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার নতুন প্রজন্মের ভোটার, বিশেষ করে যুব সমাজকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ভোট দেয়ার সুযোগ দিতে হবে। 

এ সময় প্রধান উপদেষ্টার নির্বাচন সংক্রান্ত আশ্বাসগুলো বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন জামায়াত আমির।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। তিনি জানান, নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে।

/এসআইএন

Exit mobile version