বিএনপির বরাবরই দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন, প্রত্যাশা পূরণ হয়নি: মির্জা ফখরুল

|

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি)

২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন দেয়া প্রধান উপদেষ্টার সুচিন্তিত সিদ্ধান্ত নয়। চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন জাতির জন্য মঙ্গলজনক— এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ জুন) সকালে চন্দ্রিমা উদ্যানে ঈদুল আজহা উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির বরাবরই দাবি ছিল ডিসেম্বরে নির্বাচন, প্রত্যাশা পূরণ হয়নি। গরম-বৃষ্টি চিন্তা করে নির্বাচনের রোডম্যাপ দেয়া উচিত ছিল সরকারের।

এসময় কোরবানির কথা স্মরণ করে ত্যাগের মহিমাকে ধারণে জনগণের সাথে থাকার কথা জানান বিএনপি মহাসচিব।

এসময় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, স্থায়ী কমিটির সদস্যসহ দলের উচ্চ পর্যায়ের নেতাকর্মীরা।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply