১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য সম্পূর্ণভাবে সরিয়ে নেয়ার জন্য প্রস্তুত রয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। ডিএনসিসি ও ডিএসসিসি’র বিভিন্ন ওয়ার্ড আর মহল্লাতে এই কাজে নিয়োজিত আছেন প্রায় ২০ হাজার পরিচ্ছন্নতা কর্মী।
শনিবার (৭ জুন) দুপুরের পরই শুরু হবে বর্জ্য অপসারণের কার্যক্রম। আগামীকালের মধ্যেই রাজধানী সম্পূর্ণভাবে কোরবানির বর্জ্যমুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
দ্রুত ও নির্ধারিত সময়ে বর্জ্য অপসারণে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে ইতোমধ্যেই প্রায় ১৩ লাখ ৯০ হাজার প্লাস্টিক, পলিব্যাগ ও বায়োডিগ্রেডেবল ব্যাগ বিতরণ করা হয়েছে। শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন হাটের বর্জ্য অপসারণের কাজ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঈদের দিন বিকাল ৩টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবে ঢাকার দুই সিটি করপোরেশন।
ধারণা করা হচ্ছে, এ বছর ঢাকায় প্রায় ৭ লাখ পশু কোরবানি হতে পারে। যার ফলে ৫০ হাজার টনের বেশি বর্জ্য হবে। তবে করপোরেশনের কার্যক্রম নিয়ে অভিযোগ রয়েছে নগরবাসীর।
/এমএইচআর
Leave a reply