Site icon Jamuna Television

স্প্যানিশ লিগের বর্ষসেরা রাফিনিয়া

স্প্যানিশ লা লিগার ২০২৪-২৫ মৌসুমের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া। আর তার ক্লাব সতীর্থ লামিনে ইয়ামাল পেয়েছেন সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলারের পুরস্কার।

শুক্রবার (৬ জুন) লা লিগা কর্তৃপক্ষ বিভিন্ন ক্যাটাগরিতে মৌসুমসেরা ফুটবলারদের নাম ঘোষণা করে।

সব ধরনের প্রতিযোগিতায় ৫৭ ম্যাচে ৩৪ গোল করেন রাফিনিয়া। আর সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৫টি গোল। মৌসুম জুড়ে এই ধারাবাহিকতার পুরস্কার হিসেবে মৌসুম সেরার পুরস্কার পেলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।

২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনা যোগ দেন রাফিনিয়া। প্রথম দুই মৌসুমে বাজে ফর্মে থাকলেও ২০২৪-২৫ মৌসুমে কোচ হান্সি ফ্লিকের কোচিংয়ে নিজেকে সেরারূপে মেলে ধরেন তিনি।

সম্প্রতি ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি।

রাফিনিয়ার পাশাপাশি বার্সেলোনার ডাবল ট্রফি জয়ের অন্যতম নায়ক ছিলেন তরুন তুর্কি লামিনে ইয়ামাল। ১৭ বছর বয়সে এই ফরোয়ার্ড ১৮ গোল করে জিতেছেন সেরা অনুর্ধ্ব-২৩ ফুটবলার ক্যাটাগরির পুরস্কার। স্প্যানিশ এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচ খেলে ১৮ গোল করেছেন, অ্যাসিস্ট আছে ২৫টি। সবশেষ নেশন্স লিগের সেমিতেও দুর্দান্ত ছিলেন ইয়ামাল।

/এমএইচআর

Exit mobile version