গাইবান্ধায় হানিফ পরিবহণের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

|

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকাগামী হানিফ পরিবহণের বাসের সাথে রংপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৭ জুন) রাত আড়াইটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া-কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রী নিয়ে হানিফ পরিবহণের বাসটি রংপুর থেকে ঢাকা যাচ্ছিলো। পথে বালুয়া-কাটাখালি এলাকায় বাসটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আহত হয় ট্রাক ও বাসা থাকা অন্তত ১৫ জন যাত্রী। ট্রাকটি ঢাকা থেকে ঈদে বাড়ি ফেরা বিভিন্ন পেশার ১৫/২০ জন যাত্রী নিয়ে রংপুরে আসছিল।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়। এ সময়, আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে ৪-৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার (ওসি) বুলবুল ইসলাম বলেন, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাকটি সরিয়ে মহাসড়কের পাশে রাখা হয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৬ জনের মৃত্যু হয়। এরমধ্যে পলাশবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ তিনজন ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক দুর্ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। এসব ঘটনায় আহত হন আরও ৫ জন। 

এছাড়া, বৃহস্পতিবার রাতেও গোবিন্দগঞ্জে চাপড়ীগঞ্জ এলাকায় ট্রাকের চাপায় ঢাকা থেকে কুড়িগ্রামে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হন।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply