দেশে দেশে ঈদুল আজহা উদযাপন

|

আজ শনিবার (৭ জুন) দেশব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। একই দিনে বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় উৎসাহ ও সামাজিক সম্প্রীতির মাধ্যমে পবিত্র ঈদুল আজহা উদযাপন করছে মুসলিম সম্প্রদায়। এর মধ্যে রয়েছে- ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনাই, কানাডা, আফগানিস্তান, জার্মানিসহ আরও অনেক দেশ। মুসলিম জনগোষ্ঠির দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। এর আগে, শুক্রবার মধ্যপ্রাচ্যসহ অধিকাংশ দেশে উদযাপিত হয়েছে এটি।

উৎসবমুখর পরিবেশে অস্ট্রেলিয়ায় পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শনিবার সাপ্তাহিক ছুটির প্রথম দিন হওয়ায় প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে পরিবার নিয়ে ঈদের জামাতে হাজির হন হাজারো মুসল্লি।

কানাডায় ঈদের সকাল শুরু হয় একাত্মতায়। দেশটির বড় বড় শহরের মসজিদগুলোতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভিড় করেন বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা।

পাকিস্তানে ঈদুল আজহা উদযাপন শুরু হয় সকালে ঈদের নামাজের মাধ্যমে। রাজধানী ইসলামাবাদ, লাহোর, করাচি ও অন্যান্য শহরে মুসল্লিরা স্থানীয় মসজিদ ও ঈদগাহে সমবেত হন। ঈদের নামাজের পর পশু কোরবানির আয়োজন করা হয়, যেখানে গরু, ছাগল ও উট কোরবানি দেয়া হয়। কোরবানির মাংস সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। ঈদ উপলক্ষে সীমান্তে মিষ্টি বিতরণ করেছে ভারত-পাকিস্তানের সেনারা।

ভারতেও উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। নয়াদিল্লি, মুম্বাই, লাখনৌ ও অন্যান্য শহরে মুসল্লিরা স্থানীয় মসজিদ ও ঈদগাহে সমবেত হন। দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে নামে ধর্মপ্রাণ মুসল্লির ঢল। বরাবরের মতোই ভারতের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় এখানে। অংশ নেন লাখো মুসল্লি। কলকাতার সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় রেড রোডে। উত্তর প্রদেশের সবচেয়ে বড় ঈদ জামাত হয় সাম্ভালের শাহী জামে মসজিদে। ঈদের নামাজের পর পশু কোরবানির আয়োজন করা হয়, যেখানে গরু, ছাগল ও ভেড়া কোরবানি দেয়া হয়।

আফগানিস্তানে ঈদুল আজহা স্থানীয়ভাবে ‘ঈদ আল-কুরবান’ নামে পরিচিত। রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন শহরে মুসল্লিরা স্থানীয় মসজিদ ও ঈদগাহে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর পশু কোরবানির আয়োজন করা হয়, যেখানে গরু, ছাগল ও ভেড়া কোরবানি দেয়া হয়।

মিয়ানমারেও উদযাপিত হচ্ছে ঈদুল আজহা। রাজধানী নেপিদোসহ দেশের বিভিন্ন শহরে মুসল্লিরা স্থানীয় মসজিদ ও ঈদগাহে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। নামাজের পর পশু কোরবানির আয়োজন করা হয়।

মধ্যপ্রাচ্যে দেশ সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার যথাযোগ্য মর্যাদায় ঈদুল আজহা উদযাপিত হয়েছে। দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে ঈদের জামাতে শরিক হন। জামাত শেষে পশু কোরবানি দেন প্রবাসী বাংলাদেশিরা।

এদিকে, শুক্রবার গাজার খান ইউনিসে ধ্বংসপ্রাপ্ত এক মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা। ইসরাইলি সামরিক বাহিনী গত মার্চ মাসে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেয়ার পর থেকে গাজায় তাদের অভিযান তীব্রতর করেছে। এমনকি ঈদের দিনও বন্ধ থাকেনি হামলা। ঈদের দিন গাজার খান ইউনুসে প্রিয়জনদের কবর জিয়ারত করেছেন ফিলিস্তিনিরা। ঈদের নামাজ শেষে তারা তাদের স্বজনদের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করেন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply