Site icon Jamuna Television

গাজায় ত্রাণ নিতে আসা মানুষের ওপর বর্বর হামলা, নিহত ২২

গাজায় ত্রাণের জন্য অপেক্ষারত মানুষের ওপর চলছে নির্মম হত্যাকাণ্ড। আজ শনিবার (৭ জুন) ভোর থেকেই বিভিন্ন স্থানে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২২ ফিলিস্তিনি। খবরটি নিশ্চিত করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাফার আল আখাওয়ায় একটি ত্রাণকেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৫ ফিলিস্তিনি। সেইসাথে, গাজা সিটির পশ্চিমে একটি বাড়িতে চালানো হয়েছে আগ্রাসন। এতে হতাহত হয়েছেন অনেকেই।

অপরদিকে, গাজার উত্তরে জাবালিয়ায় হামলার শিকার হয়েছে দুটি আবাসিক ভবন। আইডিএফের নির্মম আগ্রাসনের শিকার হয়েছে খান ইউনিস। সেইসাথে, আল মাওয়াসির শরণার্থী শিবিরের একটি তাঁবুতে হামলায় নিহত হয়েছেন ৪ জন। রামাল্লাহর কাছে দুরা আল কাদরী গ্রামেও গুলিবর্ষণ করেছে আইডিএফ সেনারা।

এর আগে, গতকাল শুক্রবার ঈদুল আজহার দিন বিভিন্ন স্থানে হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ ফিলিস্তিনি।

/এএইচএম

Exit mobile version