Site icon Jamuna Television

ট্রাম্পের সিদ্ধান্তের জেরে আইএসবিরোধী জোটে মার্কিন দূতের পদত্যাগ

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জেরে এবার পদত্যাগ করলেন আইএস বিরোধী যুদ্ধে অন্যতম শীর্ষ কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক। শনিবার পদত্যাগপত্র জমা দেন তিনি।

আগামী ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত। আইএস বিরোধী জোটে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছিলেন ম্যাকগার্ক। সিরিয়া ও আফগানিস্তান থেকে ট্রাম্পের মার্কিন সেনা প্রত্যাহারের নাটকীয় সিদ্ধান্তের পর থেকেই শীর্ষ কর্মকর্তাদের মধ্যে তৈরি হয় অসন্তোষ। গেল বৃহস্পতিবার পদত্যাগপত্র জমা দেন প্রতিরক্ষা মন্ত্রী জেমস ম্যাটিস। একের পর এক শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগে সংকটে পড়ে হোয়াইট হাউজ।

Exit mobile version