Site icon Jamuna Television

আবারও ভূমিকম্পে কেঁপে উঠলো চিলি

চিলিতে ৬.৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড)। শুক্রবার (৬ জুন) দেশটির উত্তর উপকূলে এ ভূমিকম্প আঘাত হানে।

আজ শনিবার (৭ জুন) এ তথ্য দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০৪ কিলোমিটার (প্রায় ৬৫ মাইল) গভীরে, যা তুলনামূলকভাবে মাঝারি গভীরতার কম্পন হিসেবে বিবেচিত হয়।

ভূমিকম্পের সময় চিলির এক টেলিভিশন স্টেশনে লাইভ অনুষ্ঠানের মাঝে পুরো স্টুডিও কেঁপে উঠতে দেখা যায়। শক্তিশালী এই ভূকম্পনের ফলে অনুষ্ঠানের মাঝেই স্টুডিও থেকে বেরিয়ে যান অনুষ্ঠান সঞ্চালনকারীরা। শোতে উপস্থিত ছিলেন চিলির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ক্যারোলিনা তোহা ও দুজন সাংবাদিক।

এই ভূমিকম্প আঘাত হানার কয়েক দিন আগেই চিলি ও আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ঘটনায় সুনামি সতর্কতা জারি করেছিল দেশটি।

/এএম

Exit mobile version