Site icon Jamuna Television

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নয়: ট্রাম্প

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৬ জুন) এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। সেদিনই তা ফলাও করে প্রচার করে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ট্রাম্প বলেন, রাশিয়ার আচরণের ওপর নির্ভর করবে সিদ্ধান্ত। মস্কো যদি রক্তপাত বন্ধ এবং যুদ্ধবিরতি চুক্তির দিকে এগিয়ে না আসে, তাহলে বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করবেন তিনি।

এর আগে, সম্প্রতি রাশিয়ার ওপর কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞার একটি বিল অনুমোদন হয় মার্কিন সিনেটে। তবে তা পাসের চূড়ান্ত এখতিয়ার মার্কিন প্রেসিডেন্টের হাতে। যদি তিনি অনুমোদন না করেন তাহলে কার্যকর হবে না বিলটি।

উল্লেখ্য, বিলটি পাসের ওপর নির্ভর করবে আগামীর যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক। অনেক বিশ্লেষকদের মতে, চীনের সাথে বাণিজ্য যুদ্ধ, ইসরায়েল-ফিলিস্তিন সংকট, বৈশ্বিক ভূ-রাজনৈতিক টানাপোড়েন, বহির্বিশ্বে মার্কিন প্রভাব বজায় রাখা ইত্যাদি জটিল ইস্যু চলমান থাকা অবস্থায় এখনই রাশিয়ার সাথে সম্মুখ দ্বন্দ্বে যেতে চান না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ এতে আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব আরও কমতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রের।

/এএইচএম

Exit mobile version