Site icon Jamuna Television

ঈদুল আজহায় মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন পুতিন

বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়কে ঈদুল আজহায় শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ায় এই উৎসবটি ‘কুরবান বাইরাম’ নামে পরিচিত। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি এ তথ্য জানায়।

ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে পুতিন বলেন, মুসলিমরা কুরবান বায়রাম উদযাপনের মাধ্যমে নিজেদের পূর্ব প্রজন্মের শিক্ষা ও ঐতিহ্য, দয়া এবং সহানুভূতিশীল হওয়ার শিক্ষা দেয়— মূলত তাকেই এগিয়ে নিয়ে যান।

রাশিয়ার মুসলিমদের নিয়ে পুতিন বলেন, ‘মুসলিম সম্প্রদায় বিভিন্ন বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক মুসলিম সংস্থা আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে আছেন। নিজেদের সংস্কৃতি, শিক্ষা, বিভিন্ন গঠনমূলক কার্যক্রম ও সেবাপরায়ণ মনোভাব নিয়ে প্রতিনিয়ত তারা রাশিয়া এবং তার জনগণকে সেবা করে যাচ্ছেন। এটা সত্যিই বিশেষ স্বীকৃতি এবং প্রশংসার দাবি রাখে।’

/এআই

Exit mobile version