Site icon Jamuna Television

আরাফাতের ময়দানে এবারের হজে প্রথম সন্তান প্রসব করলেন আফ্রিকার দেশ টোগোর নারী

পশিম আফ্রিকার দেশ টগো। প্রায় ৫ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এবারের হজে যোগ দেন এক টোগোলিজ নারী। পবিত্র আরাফাতের ময়দানে যখন তিনি হজের আনুষ্ঠানিক খুতবা শুনছিলেন, তখন হঠাৎ করে শুরু হয় তার প্রসব ব্যথা। এমন অবস্থায় আরাফাতের মাঠে সুস্থ একটি শিশুর জন্ম দিয়েছেন তিনি। শুক্রবার (৬ জুন) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মা ও শিশু উভয়ই সুস্থ আছেন বলে জানিয়েছে দেশটির একটি বিশেষায়িত মেডিকেল টিম। মূলত এই টিমের তত্ত্বাবধানে আরাফাতের ময়দানে প্রসব সম্পন্ন হয়।

এই টোগোলিজ নারী ‘কাস্টোডিয়ান অব দ্য টু হোলি মস্ক প্রোগ্রাম ফর হজ, উমরাহ অ্যান্ড ভিজিটেশন’-এর আওতায় হজে অংশগ্রহণকারী ১০০ দেশের ২ হাজার ৪শ’ ৪৩ জন তীর্থযাত্রীর মধ্যে একজন। সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রণালয় এই কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।

সৌদি ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয় জানিয়েছে, তারা হজযাত্রীদের সুবিধার্থে সব ধরনের মানবিক ও প্রযুক্তিগত সম্পদ নিয়োগ করেছে, যা সৌদি নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে।

সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ১৬ লাখেরও বেশি হজযাত্রী নিরাপদে ও নির্বিঘ্নে আরাফাতের মাঠে পৌঁছেছেন, যেখানে কোনো নিরাপত্তা বা স্বাস্থ্যগত ঘটনা ঘটেনি।

মক্কা ও মিনা থেকে হজযাত্রীদের আরাফাতের মাঠে স্থানান্তর একটি ইউনিফাইড জয়েন্ট অপারেশনস অ্যান্ড ডিসপ্যাচিং সেন্টারের মাধ্যমে এই সেবা দেয়া সম্ভব হয়েছে, যা রিয়েল টাইমে নিয়ন্ত্রণ ও সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করে।

/এআই

Exit mobile version