Site icon Jamuna Television

গণধর্ষণ থেকে ইতালীয় তরুণীকে বাঁচালেন এক বাংলাদেশি

ইতালীর ফ্লোরেন্সে গণধর্ষণের হাত থেকে এক নারীকে বাঁচিয়েছে বাংলাদেশি যুবক আলমগীর হোসেন। ধর্ষণের শিকার হতে যাওয়ার ফটোগ্রাফার গুয়ার্নোত্তা তার নিজের ফেসবুকে এঘটনার কথা জানান।

তার বর্ণনা থেকে জানা যায়, ইতালির উত্তরাঞ্চলের তুসক্যানি অঞ্চলের রাস্তায় রাত সাড়ে ১১টায় একাকী হাঁটছিলেন তিনি। পিয়াজা ডেলা রিপাবলিকার কাছে মাতাল ২৫ জনের একটি দল ভুল করে তাকে যৌনকর্মী ভেবে পিছু নেয়, একসময় তাকে ঘিরে ধরে ধর্ষণের চেষ্টা করে। তখন বাংলাদেশি ফুল বিক্রেতা আলমগীর এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়, পরে আলমগীর গুয়ার্নোত্তার বন্ধুদের ফোন করে এনে তাকে বন্ধুদের হাতে তুলে দেন। যাবার সময় গোলাপ ফুল উপহার দেয় আলমগীর।

আলমগীরের এই মহানুভবতার কথা স্বীকার করে গুয়ার্নোত্তা লেখেন, হুসেইনের মতো মানুষ আছে বলেই  পৃথিবীকে অসংখ্য ধন্যবাদ, যারা কোনো বিনিময় ছাড়াই অপরকে সহযোগিতা করতে পারে। তাকে আমি কোনোদিনই ভুলব না। আর এই গল্প আমি এ কারণে সবাইবে জানাতে চাই যাতে করে সারাবিশ্বে নারীদের পক্ষে জনমত তৈরি করা সম্ভব হয়।

এদিকে স্থানীয় সংবাদ মাধ্যমেও অভিবাসী বাংলাদেশি আলমগীরের এই বীরত্বের কথা ফলাও করে ছাপা হয়েছে।

টিবিজেড/

Exit mobile version