ডিএসসিসি বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দেখভাল করছেন ইশরাক

|

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম দেখভাল করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

একই সঙ্গে তিনি রাজধানীর পুরান ঢাকার লালবাগের পোস্তা এলাকাসহ ওল্ড টাউনের বিভিন্ন এলাকার চামড়া বিক্রি কার্যক্রমও ঘুরে দেখেন।

ইশরাক জানান, বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের আরও সক্রিয় ভূমিকা রাখা দরকার। বলেন, চামড়া শিল্প নগরী তৈরী করা হয়েছে। তবে কারিগরি ত্রুটির কারণে এখন তা অচল। এতে পরিবেশ দুষণ হচ্ছে।

তিনি এও বলেন, টেকসই চামড়া খাতের জন্য আরও উদ্যোগ নেবার প্রয়োজন আছে। এক্ষেত্রে বিএনপি ক্ষমতায় গেলে গুরুত্বসহকারে বিষয়টি বিবেচনা করা হবে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply