Site icon Jamuna Television

ক্লাব বিশ্বকাপে খেলবেন না রোনালদো

যুক্তরাষ্ট্রে ১৪ জুন থেকে শুরু হতে চলা ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবেন না বলে জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো।

রোনালদো নিশ্চিত করেছেন যে তিনি এই টুর্নামেন্টে খেলবেন না, যা ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর জন্য একটি বড় ধাক্কা। ইনফান্তিনো আশা করেছিলেন ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন এই টুর্নামেন্টে অংশ নেবেন।

আগামীকাল রাতে, মিউনিখে উয়েফা নেশনস লিগ ফাইনালে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। এর আগে, আজ সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানালেন পর্তুগিজ অধিনায়ক।

তবে রোনালদোর এই সিদ্ধান্ত ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোর জন্য একটি বড় ধাক্কা। ইনফান্তিনো আশা করেছিলেন ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন এই টুর্নামেন্টে অংশ নেবেন।

তবে রোনালদো বলেন, ‘কিছু বিষয়ে কথা বলা যৌক্তিক, কিছু বিষয়ে নয়। সবকিছুতেই অংশ নেয়া সম্ভব নয়’।

পর্তুগিজ মহাতারকা এও বলেন, ‘আপনাকে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ভাবতে হবে। ক্লাব বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আমি প্রায় চূড়ান্ত করে ফেলেছি, যদিও আমার কাছে বেশ কয়েকটি আমন্ত্রণ এসেছে’।

/এআই

Exit mobile version