সাম্প্রতিক ইতিহাসের অন্যতম হামলার শিকার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। টানা দু’দিনের হামলায় শহরটিতে প্রাণ হারিয়েছেন ৫ জন, আহত ৬০ জনের বেশি। শনিবার (৭ জুন) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।
প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার রাতভর শোনা যায় টানা বিস্ফোরণের শব্দ। একযোগে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। এতে নিহত হন ৪ জন। শহরের একটি বেসামরিক শিল্প স্থাপনায় একযোগে ৪০টি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপ করা হয়।
শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় উদ্যানে আবারও চালানো হয় অভিযান। এতে প্রাণ হারান একজন, আহত হন আরও ৪০ জন। অপরদিকে, দেশটির খেরসন শহরে চালানো হামলাতেও নিহত হন দু’জন।
খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেন, শুক্রবার রাতে শহরে ৪৮টি ড্রোন, দুটি ক্ষেপণাস্ত্র এবং চারটি গ্লাইড বোমা ছোঁড়া হয়েছে। সেইসাথে, পরদিন শনিবার আবারও গ্লাইড বোমা ফেলা হয় বলেও জানান তিনি।
এর আগে, মস্কো দাবি করে, গত সপ্তাহে রাশিয়ার রেলওয়ে অবকাঠামো ও বিমান ঘাঁটিতে ‘কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলার’ প্রতিবাদে ইউক্রেন জুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
/এএইচএম
Leave a reply