Site icon Jamuna Television

বিশাল বহর নিয়ে ঢাকায় সিঙ্গাপুর ফুটবল দল

বাংলাদেশের বিপক্ষে খেলতে ঢাকায় এসে পৌছেছে সিঙ্গাপুর ফুটবল দল। শনিবার (৭ জুন) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে দলটিকে বহনকারী বিমান।

৪২ সদস্যের বিশাল বহর নিয়ে এসেছে সিঙ্গাপুর। ২৩ জন খেলোয়াড়ের সঙ্গে আছেন কোচিং স্টাফ ও কর্মকর্তাসহ আরও ১৯ জন। বিকেলে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নে অনুশীলন করার কথা সফরকারীদের।

সোমবার ম্যাচ ভেন্যুতে অনুশীলনের সুযোগ পাবেন সিঙ্গাপুরের খেলোয়াড়রা। আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে নামবে বাংলাদেশ ও সিঙ্গাপুর।

/এএইচএম

Exit mobile version