Site icon Jamuna Television

কানাডার দুই প্রদেশে জরুরি অবস্থা বহাল

ভয়াবহ দাবানলে পুড়ছে কানাডার দুই প্রদেশ ম্যানিটোবা ও সাসকাচুয়ান। পরিস্থিতি বিবেচনায় প্রদেশ দুটিতে জরুরি অবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার (৭ জুন) বার্তাসংস্থা এপি’র এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।।

প্রতিবেদনের তথ্যমতে, ম্যানিটোবায় এক হাজার বর্গমাইলেরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। রাজ্যটিতে বর্তমানে সক্রিয় রয়েছে ২৭টি দাবানল। এরমধ্যে ৮টি ইতোমধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। সেইসাথে ঘরছাড়া হয়েছেন প্রায় ১৯ হাজার মানুষ। তাদের অনেকেই নায়াগ্রা ফলস এলাকায় আশ্রয় নিচ্ছেন।

অপরদিকে, সাসকাচুয়ানেও সক্রিয় রয়েছে ২৪টি দাবানল। এর ফলে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ১০ থেকে ১৫ হাজার মানুষ। দাবানলে পুড়ে গেছে এই অঞ্চলের হাজার হাজার হেক্টর বনভূমি। সেইসাথে, কালো ধোঁয়ায় টরেন্টো, অটোয়া ও মন্ট্রিলসহ অনেক শহরে বেড়ে গিয়েছে বায়ু দূষণ।

গত মাসে শুরু হওয়া ভয়াবহ দাবানল ধীরে ধীরে কানাডার মধ্য ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দেশটির ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয় গত মাসের শেষ বৃহস্পতিবার। এমন অবস্থায় সেখান থেকে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। এই সময় থেকে আলবার্টা প্রদেশের কিছু এলাকায় তেল ও গ্যাস উত্তোলনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

/এএইচএম

Exit mobile version