Site icon Jamuna Television

রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ, আবার আজও কেউ ছাড়ছে ঢাকা

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। আজ রোববার (৮ জুন) সকাল থেকে ট্রেনে-বাসে কর্মব্যস্ত ঢাকায় ফিরছে রাজধানীবাসী। আবার আজও অনেকেই ঢাকা ছাড়ছে।

গতকাল শনিবার (৭ জুন) ছিল পবিত্র ঈদুল আজহা। ঈদের পরদিন আজ কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে– রাজধানীতে ফেরার পাশাপাশি উল্টো পথে আজও চলছে বাড়ি ফেরার যাত্রা। পরিবারের সাথে ঈদ করতে না পারলেও ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ।

মূলত কর্মব্যস্ততার কারণে যারা ঈদের সময় রাজধানীতে থেকেছেন, তারাই এখন ঢাকা ছাড়ছেন। অনেকে সরকারি ছুটি দীর্ঘ থাকায় ঈদের পরেই বেড়াতে যাচ্ছেন গ্রামে কিংবা আত্মীয়ের বাসায়।

ট্রেনযাত্রীরা বলছে, যাত্রী চাপ কম থাকায় অনেকটা সাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারছে তারা। ঈদের দ্বিতীয় দিনে বাড়ি ফেরার যাত্রা তাই অনেকটা নির্বিঘ্ন হচ্ছে।

উল্লেখ্য, ঈদুল আজহা উপলক্ষ্যে এবার টানা ১০ দিনের ছুটি দেয়া হয়েছে। গত ঈদুল ফিতরে ছুটি ছিল টানা নয় দিন।

/এএম

Exit mobile version