আইপিএলে শিরোপা জিতেই যেন মহা ফ্যাসাদে পড়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)। ট্রফি পাওয়ার উৎসবে অংশ নিতে গিয়ে স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর রেশ কাটছে না এখনও। পানি নানা ঘাটে গড়িয়ে এবার গিয়েছে ভিরাট কোহলির দিকে। পদপিষ্ট হওয়ার ঘটনায় কাবন পার্ক থানায় আরসিবি ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।
পুলিশ সূত্রে জানা গেছে, এখনও কোনও এফআইআর দায়ের হয়নি বিরাটের বিরুদ্ধে। অভিযোগকারী সমাজকর্মী এইচ এম ভেঙ্কটেশের অভিযোগ, কোহলি আইপিএলের মাধ্যমে জুয়ার প্রচার করছিলেন। সেই আবহে চিন্নস্বামীর স্টেডিয়ামের বাইরে এত বিপুল জনসমাগম হয়েছিল। যার জেরে সেই মর্মান্তিক পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে।
বিরাট কোহলির বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ সংস্থা এএনআইকে পুলিশ জানিয়েছে, কোহলির বিরুদ্ধে আনা অভিযোগ বর্তমান মামলার অধীনেই বিবেচনা করা হবে এবং ঘটনার চলমান তদন্তের অংশ হিসাবে পর্যালোচনা করা হবে। সমাজকর্মী ভেঙ্কটেশ তার অভিযোগে দাবি করেছেন যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ‘কোনও খেলা নয়, এটি একটি জুয়া যা ক্রিকেট খেলাকে দূষিত করেছে।’
অভিযোগকারীর দাবি, যেহেতু আইপিএলে জুয়া চলে এবং তার মাধ্যমে ভিরাট অনেক মানুষকে এক জায়গায় হতে উদ্বুদ্ধ করেছেন, তাই এই ট্র্যাজেডির দায় তিনি এড়াতে পারেন না।
মামলায় এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে আরসিবি’র সিনিয়র অফিসার নিখিল সোসলে এবং তিন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মীকে। এই চারজনকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছে দায়রা আদালত।
/এমএমএইচ
Leave a reply