Site icon Jamuna Television

আমিনবাজার আড়তে ক্রেতা সংকট, সুযোগ নিচ্ছেন আড়তদাররা

আমিনবাজারের আড়তে ক্রেতার সংকট। রাজধানীর উপকণ্ঠে গড়ে উঠা ছোট এই আড়তে ক্রেতা-বিক্রেতার আনাগোনা তুলনামূলক কম। বিক্রেতারা বলছেন, এ কারণে সুযোগ নিচ্ছে আড়তদাররা। মিলছে না কেনা দামও।

রোববার (৮ জুন) এমন চিত্র দেখা গেছে আমিনবাজার আড়তে।

আড়তদাররা জানিয়েছেন, দক্ষ শ্রমিকের অভাবে প্রক্রিয়াকরণের কাজ ব্যাহত হচ্ছে। এমনকি চামড়াও আর নিতে চাচ্ছেন না।

অপরদিকে, ক্রেতারা চামড়া নিয়ে এসে বিক্রির অপেক্ষায় করছেন। স্থানীয় আড়তদাররা নিতে চাচ্ছেন না। বাইরে থেকেও কোনো ক্রেতা আসেননি। এমন পরিস্থিতিতে, মৌসুমি ব্যবসায়ীদের নিজ বাড়িতে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের পরামর্শ দিচ্ছেন আড়তদাররা।

/এএইচএম

Exit mobile version