Site icon Jamuna Television

মিউনিখে নেশনস লিগের ফাইনালে মুখোমুখি পর্তুগাল–স্পেন

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় উয়েফা নেশনস লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে আজ মাঠে নামছে পর্তুগাল ও স্পেন। এই ম্যাচ দিয়ে মাঠের লড়াইয়ে দেখা যাবে লামিনে ইয়ামাল ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

স্পেনের কাছে রয়েছে ট্রেবল জেতার সুবর্ণ সুযোগ। কারণ— লুইস দে লা ফুয়েন্তের স্প্যানিশরা ২০২৩ সালে প্রথমবারের মতো উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হয়। এরপর ২০২৪ সালে দলকে ইউরোর শিরোপাও জিতিয়েছেন। তাই, আজ শিরোপা জিতলে তিনটি বড় শিরোপা জেতার হাতছানি।

অন্যদিকে, স্পেনের প্রতিপক্ষ পর্তুগাল; যারা ২০১৮-১৯ মৌসুমে নেশনস লিগের উদ্বোধনী আসরের ট্রফি জিতেছিল প্রতিপক্ষ নেদারল্যান্ডকে হারিয়ে।

পর্তুগিজ সুপারস্টার রোনালদোর প্রতিপক্ষ লামিন ইয়ামাল। স্প্যানিশ ‘ওয়ানডার কিড’ লামিন রয়েছেন দারুণ ছন্দে। অন্যদিকে, সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ২-১ গোলে জয় নিয়ে ফাইনালে পৌঁছে যায় পর্তুগাল।

ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদো শেষদিকে গোল করে জয় নিশ্চিত করলেও, পর্তুগিজদের জয়ের নেপথ্য নায়ক ছিলেন লেফট ব্যাক নুনো মেন্ডেস। দুর্দান্ত এক পারফরম্যান্সে পুরো ম্যাচজুড়ে আলো ছড়ান এই লেফট-ব্যাক।

তবে, স্পেনের দলে দানি ওলমো, পেদ্রিসহ অনেকেই রয়েছেন যারা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন মুহূর্তের মধ্যেই।

/এআই

Exit mobile version