Site icon Jamuna Television

ফের উত্তপ্ত মণিপুর, বন্ধ ইন্টারনেট পরিষেবা

মেইতেই সম্প্রদায়ের এক নেতাকে গ্রেফতারের পর ফের উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। সেখানকার কেন্দ্রীয় উপত্যকার পাঁচটি জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার (৭ জুন) রাতে রাজধানী ইমফলসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন মেইতেই জাতিগোষ্ঠীর সদস্যরা। খবর, ইন্ডিয়ান এক্সপ্রেস’র।

বিক্ষোভকারীরা ইমফল শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে, যার মধ্যে ইমফল পশ্চিম জেলার তিদ্দিম রোড, উরিপোকও অন্তর্ভুক্ত।

কোয়াকেইথেল এলাকায় নিরাপত্তা বাহিনী এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার ভোরে, রাজ্যের স্বরাষ্ট্র কমিশনার এন. অশোক কুমারের জারি করা এক আদেশের মাধ্যমে ইম্ফল পূর্ব ও পশ্চিম, কাকচিং, থৌবাল এবং বিষ্ণুপুর জেলায় ইন্টারনেট এবং মোবাইল ডেটা পরিষেবা পাঁচ দিনের জন্য স্থগিত করা হয়েছে। সেদিন রাত ১১টা থেকে বিষ্ণুপুর জেলায় সম্পূর্ণ কারফিউ জারি করা হয়েছে।

আদেশে আশঙ্কা করা হয়েছে যে ‘কিছু অসামাজিক উপাদান জনসাধারণের আবেগকে উসকে দেয়ার জন্য ছবি, ঘৃণাত্মক বক্তব্য এবং ভিডিও বার্তা প্রচারের জন্য ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারে যা মণিপুর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুতর প্রভাব ফেলতে পারে’।

উল্লেখ্য, রাজ্যে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের পর গত বছরের সেপ্টেম্বরে মণিপুরের এই জেলাগুলিতে শেষবার ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল।

/এমএইচআর

Exit mobile version