Site icon Jamuna Television

এমবাপ্পের গোল-অ্যাসিস্টে নেশন্স লিগে তৃতীয় ফ্রান্স

উয়েফা নেশন্স লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জার্মানিকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। দলের হয়ে একটি গোল করার পাশাপাশি অ্যাসিস্টও জুগিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

রোববার (৮ জুন) স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় মুখোমুখি হয় দু’দল।

ঘরের মাঠে ৫৫ শতাংশের বেশি সময় বল দখলে ছিল জার্মানির। আক্রমণেও এগিয়ে ছিল দলটি। ফরাসিদের বিপক্ষে মোট ২০ বার আক্রমণ করেছিল স্বাগতিকরা। তবে গোলমুখে শট ছিল কেবল ৬টি। অন্যদিকে, ১৫ আক্রমণে জার্মানি গোলমুখে ফ্রান্স শট নিয়েছিল ৮টি, যার দুটিতেই গোল আদায় করে নেয়।

প্রথমার্ধের শেষ দিকে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। ম্যাচের ৪৫তম মিনিটে অহেলিয়া চুয়ামেনির ক্রস ডান পায়ের শটে জালে জড়িয়ে ম্যাচের ‘ডেডলক’ ভাঙেন তিনি। ১-০ তে লিড নিয়ে বিরতিতে যায় ফরাসিরা।

বিরতির পর আবারও আক্রমণ চালিয়ে যেতে থাকে ফ্রান্স। ৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারত। কিন্তু মার্কোস থুরামের কোনাকুণি শটে ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে গ্লাভসের টোকায় কোনো মতে ক্লিয়ার করেন মার্ক-আন্দ্রে টের স্টেগান।

৮৪ মিনিটের ফ্রান্সের ব্যবধান দ্বিগুণ করেন ওলিস। এমবাপের বাড়ানো বল পেয়ে জালে পাঠান তিনি। ২-০ গোলে পিছিয়ে পড়ে আর ঘুরে দাঁড়ানো হয়নি জার্মানির। শেষপর্যন্ত তৃতীয় স্থান নিশ্চিত করে ম্যাচ শেষ করে ফ্রান্স।

/এমএইচআর

Exit mobile version