Site icon Jamuna Television

গাজাগামী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ আটকে দিয়েছে ইসরায়েল

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) পরিচালিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’কে আটকে দিয়েছে ইসরায়েল। সোমবার (৯ জুন) স্থানীয় সময় ভোরে জব্দ করা হয় আন্তর্জাতিক অলাভজনক সংস্থার নৌযানটি।

ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ইতালি থেকে ত্রাণ নিয়ে জাহাজটি গাজার উদ্দেশে যাচ্ছিল। আন্তর্জাতিক জলসীমা থেকেই জাহাজটিকে ইসরায়েলের আশদাদ বন্দরে নিয়ে যাওয়া হয়। খবর বার্তা সংস্থা রয়টার্স, আনাদোলুর।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। সামাজিকমাধ্যম এক্সে তারা বলেছে, ‘ম্যাডলিন’ জাহাজটি আটক করা হয়েছে। যাত্রীদের নিরাপদে ইসরায়েলের উপকূলের দিকে নিয়ে আসা হচ্ছে। তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও আশা করা যাচ্ছে।

পরে তারা একটি ভিডিও প্রকাশ করে। যেখানে দেখা যায়, লাইফ জ্যাকেট পরিহিত স্বেচ্ছাসেবীদের মধ্যে পানি ও স্যান্ডউইচ বিতরণ করছে ইসরায়েলি সেনারা।

এক সপ্তাহ আগে ত্রাণ নিয়ে ইতালি থেকে গাজার পথে যাত্রা শুরু করে ‘ম্যাডলিন’। জাহাজটিতে আছেন মোট ১২ জন মানবাধিকারকর্মী। তারা হলেন– সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।

/এএম

Exit mobile version