Site icon Jamuna Television

মহাকাব্যিক ফাইনাল জিতে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন আলকারাজ

শীর্ষ বাছাই ইয়ানিক সিনারকে সাড়ে ৫ ঘন্টার ক্লাসিক ফাইনালে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের পুরুষ এককের শিরোপা ধরে রেখেছেন কার্লোস আলকারাজ। ৫ সেটের ম্যারাথন লড়াইয়ে দুই সেট টাইব্রেকারে জিতেছেন টেনিসের ভবিষ্যৎ।

ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সিরান ও আলকারাজের লড়াইটাকে বলা হচ্ছে মহাকাব্যিক, ইতিহাসের অন্যতম সেরা। ৫ ঘণ্টা ২৯ মিনিটের ম্যারাথন লড়াই দেখলো টেনিস বিশ্ব।

রোলাঁ গারোর ইতিহাসের দীর্ঘতম ফাইনালে প্রথম সেটে দাপট দেখান সিনার। ৪-৬ গেমে এই সেট হেরে যান আলকারাজ। দ্বিতীয় সেটেও টাইব্রেকারে জয় তুলে ম্যাচটা প্রায় নিজের দখলে নিয়ে নিয়েছিলেন ইতালিয়ান তারকা সিনার। তবে তৃতীয় সেট থেকে শুরু হয় আলকারাজের প্রত্যাবর্তন। তৃতীয় সেটে ৬-৪ গেমের জয়ে আত্মবিশ্বাস ফিরে পান এই স্প্যানিশ। ম্যাচের চতুর্থ আর পঞ্চম সেটে টাইব্রেকারে জয় তুলে ট্রফি জিতে নেন আলকারাজ।

এর আগে, কখনোই প্রথম দুই সেটে হারার পর ম্যাচ জিততে পারেননি আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে এই কীর্তি করে ইতিহাসের অংশ হয়ে গেলেন। রজার ফেদেরারের পর প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচ গ্র্যান্ড স্লাম ফাইনালেই চাম্পিয়ন হলেন স্প্যানিশ তারকা।

/এএম

Exit mobile version