Site icon Jamuna Television

বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী ট্রাম্প প্রশাসনের ধরপাকড়ের প্রতিবাদ ঘিরে বিক্ষোভ স্থানীয় সময় রোববার (৮ জুন) চরম উত্তেজনায় রূপ নেয়। এদিন ন্যাশনাল গার্ড সৈন্যদের লস অ্যাঞ্জেলেসের রাস্তায় মোতায়েন করা হয়েছিল। একই সময়ে, রাজ্যের ডেমোক্র্যাট গভর্নর তাদের এই মোতায়েনকে অবৈধ বলে আখ্যায়িত করেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

বিক্ষোভ চলাকালে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও ফ্ল্যাশ-ব্যাং গ্রেনেড ছোড়ে পুলিশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে প্রায় ৩শ’ ন্যাশনাল গার্ড সদস্য লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করা হয়।

স্থানীয় সময় বিকেল ৩টা ৩০ মিনিটে আন্দোলনকারীরা শহরের ১০১ ফ্রিওয়ে অবরোধ করে। সন্ধ্যা ৫টার মধ্যেই পুলিশ ওই রাস্তাটি মুক্ত করে ফেলে। কিন্তু ততক্ষণে আশপাশের রাস্তায় বিক্ষোভকারীদের জমায়েত হতে দেখা যায়।

এর আগে বিকেল ৩টার দিকে এলএপিডি জানায়, আলামেদা এলাকার ডিটেনশন সেন্টারের সামনে জড়ো হওয়া জনতা ‘অবৈধ জমায়েত’ হয়ে গেছে এবং সেখান থেকে গ্রেফতার শুরু হয়েছে।

/এআই

Exit mobile version