Site icon Jamuna Television

সিনওয়ারের মরদেহের সন্ধান পাওয়া সুড়ঙ্গের ভিডিও প্রকাশ

হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ারের মরদেহের সন্ধান পাওয়া সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল। রোববার (৮ জুন) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

ইসরায়েলি সেনাবাহিনী গতকাল জানায়, গত মাসের অভিযানের পর দক্ষিণ গাজার একটি হাসপাতালের নিচে ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে হামাসের সামরিক প্রধান মোহাম্মদ সিনওয়ারের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

খান ইউনিসের ইউরোপীয় হাসপাতালের নিচে টানেলটি পরিদর্শনে সেদিন কিছু বিদেশি সাংবাদিককে নিয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনী। পরে সেখানেই পাওয়া যায় গত মাসে নিহত হওয়া হামাসের শীর্ষনেতা মোহাম্মদ সিনওয়ারকে।

এ সময়, রাফা ব্রিগেডের কমান্ডার মোহাম্মদ শাবানাসহ আরও কয়েকজন যোদ্ধার মরদেহও পাওয়া যায় সেখানে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানায় ইসরায়েলি বাহিনী।

আইডিএফ’র দাবি, সুড়ঙ্গটি হামাসের একটি গুরুত্বপূর্ণ কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। তবে সিনওয়ার বা শাবানার মৃত্যুর বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি হামাস।

/এএইচএম

Exit mobile version