Site icon Jamuna Television

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন ট্রাম্প

বিমানে উঠতে গিয়ে হোঁচট খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (৮ জুন) যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে ক্যাম্প ডেভিডে যাওয়ার জন্য উড়োযানের সিঁড়িতে উঠতে গিয়ে হয় এ বিপত্তি।

ট্রাম্পের পরপরই একইভাবে ভারসাম্য হারাতে দেখা যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও। ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

অনেকে এই ঘটনাকে তুলনা করছেন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের হোঁচট খাওয়ার সাথে। বেশ কয়েকবার ভারসাম্য হারানোর রেকর্ড আছে এ ডেমোক্র্যাট নেতার। এই নিয়ে ট্রাম্পের কটাক্ষের শিকারও হয়েছেন বহুবার। এবার নিজেই হলেন একই পরিস্থিতির শিকার। যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও হাস্যরস।

/এএইচএম

Exit mobile version