Site icon Jamuna Television

দীর্ঘ ছুটি থাকায় জমে ওঠেনি নগরবাসীর ফিরতি যাত্রা

দীর্ঘ ছুটি থাকায় এখনো জমে ওঠেনি নগরবাসীর ফিরতি যাত্রা। নগরীতে ফেরার থেকে এখনো গ্রামের বাড়ি যাওয়া মানুষের চাপই বেশি বাস, ট্রেন ও লঞ্চে।

সোমবার (৯ জুন) সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলো ঘরে ফেরা মানুষের ভিড় দেখা যায়। ঈদের সময় প্রিয়জনের কাছে যাওয়ার সময়-সুযোগ করতে না পারা অনেকেই এখন বাড়ি ফিরছেন।

তারা বলছেন, ভোগান্তিহীনভাবে ঘরে ফিরতে ঈদের দুই দিন পর এই সময়কে বেছে নিয়েছেন। এরপরও ভোগান্তি পিছু ছাড়ছে না বলে অভিযোগ তাদের।

যাত্রীরা আরও বলেন, সব সড়ক ফাঁকা থাকলেও কাউন্টার থেকে বলা হচ্ছে গাড়ি নেই। এসব বলে বাড়তি ভাড়াও নেয়া হচ্ছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

অপরদিকে, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন অনেকেই। তবে রাজধানীতে ফেরা মানুষের সংখ্যা তুলনামূলক কম। বাস-ট্রেনে যাত্রী থাকলেও নেই কোন তাড়াহুড়ো বা আগে ফেরার প্রতিযোগিতা।

/এএইচএম

Exit mobile version