২০ জন আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের টেনেসিতে বিধ্বস্ত হয়েছে ছোট আকৃতির একটি স্কাই ডাইভিং বিমান। সোমবার (৯ জুন) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজ এ তথ্য জানায়।
স্থানীয় ও ফেডারেল কর্মকর্তাদের বরাতে জানা গেছে, একটি টুইন-ইঞ্জিন স্কাইডাইভিং বিমান টুলাহোমায় বিধ্বস্ত হয়েছে। শহরের মুখপাত্র লাইল রাসেল এক বিবৃতিতে নিশ্চিত করেন, ‘এতে কোনো প্রাণহানি ঘটেনি।’
তিনি বলেন, ডি-হ্যাভিল্যান্ড ডিএইচ-৬ টুইন অটার বিমানটিতে মোট ২০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন। বিমানটি স্থানীয় সময় রোববার (৮ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে টুলাহোমা আঞ্চলিক বিমানবন্দরে ক্র্যাশ করে।
‘তিনজনকে হেলিকপ্টারে করে এবং গুরুতর আহত একজনকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা ঘটনাস্থলেই দেয়া হয়েছে,’ বলেন রাসেল।
তিনি যোগ করেন, ‘এ ঘটনায় বিমানবন্দরের কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি এবং দুর্ঘটনা স্থানে কেউ আহত হননি।’
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। টেনেসি হাইওয়ে প্যাট্রোল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, তাদের ট্রুপাররা পুলিশকে সহায়তা করছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা গেছে, নীল রঙের সাদা ছোট বিমানটির সামনের অংশ মাটিতে গুঁড়িয়ে গেছে, পেছনের দিক এবং একটি ডানা ভেঙে আলাদা হয়ে পড়েছে। পাশেই জরুরি যানবাহনগুলোর ব্লু লাইট জ্বলছিল।
/এআই
Leave a reply