Site icon Jamuna Television

ঈদের ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল নেমেছে। ঢাকা শহরের পাশাপাশি দূরদূরান্ত থেকেও বাসে করে দল বেঁধে আসছেন অনেকেই। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই এসেছেন তারা, এমনটাই জানিয়েছেন অনেক দর্শনার্থী।

সোমবার (৯ জুন) সকালে গেট খোলার আগেই লম্বা লাইন দেখা যায় দর্শনার্থীদের। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়।

অপরদিকে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে আগামী কয়েক দিন চিড়িয়াখানায় এমন ভিড় থাকতে পারে।

যান্ত্রিকতায় ভরপুর ঢাকা শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল এই জাতীয় চিড়িয়াখানা। আজ অনেকেই এখানে এসেছেন পরিবার ও বন্ধু-বান্ধবদের নিয়ে। কেউ কেউ আবার এসেছেন কোলাহলময় নগরজীবন থেকে খানিকটা প্রশান্তি খুঁজতে। ঈদের আমেজ আর অবসর একসাথে উপভোগ করতে পেরে আনন্দিত সবাই। বেশির ভাগ দর্শনার্থীর চেহারায় ছিল আনন্দ আর সন্তুষ্টির ছাপ। তবে গরমের কারণে অনেকেই আবার অস্বস্তিতেও ভুগছেন।

/এএইচএম

Exit mobile version