Site icon Jamuna Television

কানাডায় পানিতে ডুবে প্রাণ গেল বাংলাদেশি ব্যবসায়ী ও পাইলটের

কানাডার অন্টারিওতে একটি হ্রদে ক্যানোইং করতে গিয়ে বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব এবং তার বন্ধু বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন। রোববার (৮ জুন) মর্মান্তিক এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাইফুজ্জামান গুড্ডু তার স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে আগের দিন বাংলাদেশ থেকে কানাডা যান। উদ্দেশ্য ছিল বড় মেয়ের সঙ্গে দেখা এবং পারিবারিক অবকাশযাপন। বড় মেয়ে টরেন্টোর এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

ঘটনার দিন তারা লিনজি শহরের একটি কটেজে ওঠেন। দুপুরের দিকে সাইফুজ্জামান বন্ধু রাকিব ও তার ছেলেসহ একটি ক্যানো নিয়ে হ্রদে নামেন।

ক্যানোটি যখন এগিয়ে চলছিল, তখন তীরে দাঁড়িয়ে সাইফুজ্জামানের স্ত্রী ও ছোট মেয়ে মোবাইলে ভিডিও করছিলেন। হঠাৎ করে ক্যানোটি উল্টে যায়। বন্ধুর ছেলে সাঁতরে পাড়ে উঠে এলেও সাইফুজ্জামান ও রাকিব আর ফিরে আসেননি। পরে উদ্ধারকারীরা দু’জনকেই মৃত অবস্থায় উদ্ধার করেন।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানিয়েছে, বিকেল ৩টার কিছু পরে একটি বোট দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাদানকারীরা সেখানে ছুটে যান। ক্যানোটিতে তিন জন পুরুষ ছিলেন। তাদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। কিন্তু বাকি দুজন পানিতে ভেসে থাকতে না পেরে প্রাণ হারান।

দুর্ঘটনার সময় নৌকায় থাকা কারও শরীরে লাইফ জ্যাকেট ছিল না বলে পুলিশ নিশ্চিত করেছে।

/এমএমএইচ

Exit mobile version