Site icon Jamuna Television

মুক্তি পেতে যাচ্ছেন ইমরান খান!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান আগামী ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন— এমনটাই দাবি করেছেন দলটির নেতা গওহর আলী খান। খবর, দ্য ইকোনমিক টাইমসের।

আগামী ১১ জুন তার বিরুদ্ধে দেয়া আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলার দণ্ড বাতিলের শুনানি হবে। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবির আপিলের শুনানিও হবে। আর ওইদিনই ইমরান ও তার স্ত্রীকে আদালত জামিন দিতে পারেন বলে জানিয়েছেন তিনি।

বর্তমানে পিটিআইয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা গওহর আলী খান বলেছেন, ১১ জুন একটি ‘গুরুত্বপূর্ণ দিন’ হতে যাচ্ছে ইমরান ও বুশরার জন্য। সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অন্যান্য বিরোধী দলের সঙ্গে একটি আন্দোলন শুরু করবে পিটিআই, যার নেতৃত্ব দেবেন ইমরান খান নিজে।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে জানিয়েছিলেন, ইমরান খানের মুক্তির জন্য ঈদুল আজহার পর তারা দেশব্যাপী আন্দোলন শুরু করবেন।

উল্লেখ্য, অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করা হয়। যার মাত্র কয়েকটিতে তাকে দণ্ড দেয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা।

/এমএইচআর

Exit mobile version