Site icon Jamuna Television

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে মানতে হবে যেসব নির্দেশনা

এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে আগামীকাল মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় সিঙ্গাপুরকে আতিথ্য দেবে স্বাগতিক বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটিকে কেন্দ্র করে দর্শকদের মধ্যে বিরাজ করছে পাহাড়সম উত্তেজনা। আর সে কারণে বিশৃঙ্খলা এড়াতে শেষ মুহূর্তের কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন— বাফুফে।

সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে বাফুফে জানিয়েছে, ম্যাচের দিন স্টেডিয়ামের গেট খোলা হবে দুপুর ২টায়। টিকিটবিহীন দর্শকদের স্টেডিয়ামে ঢোকার চেষ্টা না করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।

টিকিটধারী দর্শকদের স্টেডিয়ামের ৩নং গেটের সামনে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে। দৈনিক বাংলা থেকে রাজউক ভবন পর্যন্ত দাঁড়ানোর জন্য দুটি লেনের ব্যবস্থা রাখা হয়েছে। ১টি লেন যান চলাচলের জন্য খোলা রাখতে হবে। তবে এমন সুবিধা সবসময়ের জন্য নয়। ঈদের ছুটি এবং আশেপাশের অফিস বন্ধ থাকায় একবারের জন্য এই সুবিধা দেয়া হয়েছে।

আরও বলা হয়, স্টেডিয়ামের মধ্যে ব্যাগ, বোতল এবং অতিরিক্ত কোনো সামগ্রী আনা নিষেধ। সবাইকে নিয়ম মেনে চলা এবং নিরাপদ পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ করেছে বাফুফে।

নকল টিকিটধারী বা টিকিট জালকারী কাউকে পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয় বিবৃতিতে।

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শেষ হবে রাত নয়টার পর। দুপুর দুইটায় দর্শকরা মাঠে প্রবেশ করলে সাত ঘণ্টার বেশি সময় স্টেডিয়ামে থাকতে হবে। গ্যালারিতে খাওয়া-দাওয়ার ব্যবস্থা ও সুযোগ-সুবিধা নিয়ে বাফুফে এখনো কোনো তথ্য প্রদান করেনি।

উল্লেখ্য, দীর্ঘ ৫৫ মাস বা সাড়ে ৪ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। সবশেষ প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে জয় ফুটবলার-দর্শক-সমর্থকদের জুগিয়েছে অনুপ্রেরণা। এবার মহাদেশীয় প্রতিযোগিতার শুরুটা-ও জয় দিয়ে রাঙাতে চায় জামাল-হামজারা।

/এমএইচআর

Exit mobile version