Site icon Jamuna Television

বিশ্বকাপ বাছাই পর্ব: ইউরোপিয়ান অঞ্চলে জয় ইতালি-বেলজিয়াম-ক্রোয়েশিয়ার

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয় পেয়েছ ইতালি, বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। ইতালি-মলদোভাকে হারিয়েছে ২-০ গোলে। ওয়েলসের সাথে ৪-৩ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে বেলজিয়াম। আর ক্রোয়েশিয়া চেক প্রজাত্বন্ত্রের জালে দিয়েছে ৫ গোল।

গ্রুপ আইতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে মলদোভাকে আতিথ্য দেয় ইতালি। হার দিয়ে বাছাই পর্ব শুরু করা ইতালিয়ানরা লিড নেয় ৪০ মিনিটে, গিয়াকোমা রাসপাদোরি নাম তোলেন স্কোর শিটে। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে আবারো গোল পায় আজ্জুরিরা। এবার আন্দ্রেয়া কাম্বিয়াসো ৫০ মিনিটে মলদোভার জালে আবারো বল জড়ান। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ২-০র জয় পায় ইতালি।

এদিকে, জে গ্রুপের ম্যাচে রাতে ব্রাসেলসে ওয়েলকে আতিথ্য দেয় বেলজিয়াম। ঘরের মাঠে শুরুটা দারুন ছিলে বেলজিয়ামের। ১৫ মিনিটে লুকাকুর গোলে প্রথম লিড নেয় দলটি। এরপর টেলেমান্স ১৯ আর জেরেমি ডোকু ২৭ মিনিটে জোড়া গোল করে ৩-০ এর লিড এনে দেয় বেলজিয়ামকে।

তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে স্পট কিক থেকে এক গোল শোধ দেয় ওয়েলস। এরপর সোর্বা টমাস ৫১ আর রেনান জনসন ৬৯ মিনিটে আরও দুই গোল দিলে ৩-৩ এর সমতা আনে ওয়েলস। তবে ম্যাচের ৮৮ মিনিটে কেভিন ডি ব্রুইয়ান গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

/এআই

Exit mobile version