Site icon Jamuna Television

নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাতে সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় এই দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী নামে এক রিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। নিহত রমজান আলী উপজেলার পাটকৈল মহল্লার মৃত খাদেম আলীর ছেলে।

অপরদিকে, নলডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তানভির রহমান (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার সময় তাকে মৃত ঘোষণা করেন। নিহত তানভীর উপজেলার মির্জাপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে।

/এমএইচআর

Exit mobile version