Site icon Jamuna Television

৩৭৪ হাজি নিয়ে দেশে ফিরলো হজের প্রথম ফিরতি ফ্লাইট

পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা শুরু করেছেন হাজিরা। আজ মঙ্গলবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় ৩৭৪ জন হজযাত্রী নিয়ে দেশে ফিরেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। হজের এই ফিরতি ফ্লাইট চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।

এদিন ভোর সোয়া ৪টায় সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইটটি ছেড়ে আসে।

ধর্ম মন্ত্রণালয় জানায়, ৮ জুন জামারাতে পাথর নিক্ষেপের মাধ্যমে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা। আজ ১২টি ফ্লাইটে দেশে ফিরবেন ৪ হাজার ৯০৪ জন হাজি।

১২টি ফ্লাইটের মধ্যে ফ্লাইনাসের ছয়টি, সাউদিয়ার পাঁচটি ও বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট রয়েছে। আগামী ১০ জুলাই হজের ফিরতি ফ্লাইট শেষ হবে।

এবছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৯৫৮ জন হজ পালনের জন্য সৌদি আরব যান। ২২২টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরবেন তারা।

উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট ২৯ এপ্রিল শুরু হয়, শেষ হয় ৩১ মে।

/এমএইচআর

Exit mobile version