Site icon Jamuna Television

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ: বড় পর্দায় যেসব জায়গায় দেখা যাবে

একসময় বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ দেখতে স্টেডিয়ামে যাওয়ার আগ্রহ পেতো না সমর্থকরা। এখন নবজোয়ার এসেছে ফুটবলের, গ্যালারিতে বসে হামজা-শমিত সোমদের খেলা উপভোগ করতে কে চাইবে না! কিন্তু সেই চাওয়া সবার পূরণ হয়নি। অনেকেই বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট না পেয়ে হতাশা প্রকাশ করেছেন। তবে যারা গ্যালারিতে বসে ম্যাচ দেখতে পারবেন না, তাদের জন্য রয়েছে বিকল্প ব্যবস্থা।

এখন পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, আটটি বিভাগীয় ভেন্যুতে বড় পর্দায় ম্যাচটি বিনামূল্যে দেখানোর ব্যবস্থা হচ্ছে। ‎দেশের আটটি স্থানে বড় পর্দায় বিনামূল্যে খেলা দেখানো হবে। স্থানগুলো হচ্ছে রাজধানীর রবীন্দ্র সরোবর, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা পরিষদ চত্বর, রংপুরের জেলা পরিষদ চত্বর, রাজশাহীর নানকিং বাজার, সিলেটের জিরো পয়েন্ট, খুলনার শিববাড়ি মোড় ও বরিশালের বেল’স পার্ক।

এছাড়া, রাজধানীর রূপনগর-পল্লবী এলাকায় ১২টি স্থানে বড় পর্দায় খেলার দেখার ব্যবস্থা করেছেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

জায়গাগুলো হচ্ছে– ঘরোয়া মোড়, দুয়ারিপাড়া মোড়, দোরেন মোড়, ট-ব্লক মোড়, পার্ক কলোনি মোড়, মধ্য রাস্তা মোড় (সেকশন-৭, উত্তর সাইড), শহীদ আসিফ চত্বর (ধানসিঁড়ি স্কুল মোড়), মুসলিম বাজার ঈদগাহ মাঠ, শহীদ জিয়া মহিলা কলেজ (ই ব্লক মোড়), লালমাটিয়া স্ট্যান্ড (বাউনিয়াবাদ, মিরপুর-১১ মোড়), আলুবদি পুরাতন স্ট্যান্ড-আমতলা, বায়তুল আমান জামে মসজিদ মোড় (১১/সি, পল্লবী)।

২০২৭ সালের জানুয়ারিতে সৌদি আরবে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের ১৯তম আসর। সেখানে ২৪ দল লড়বে শিরোপার জন্য। ইতোমধ্যে স্বাগতিক দেশসহ ১৮ দল এশিয়ান কাপের টিকিট কেটে ফেলেছে। বাকি আছে ছয়টি দল। বাংলাদেশ সেই ৬ দলের একটি দল হতে চায়।

বাংলাদেশ পড়েছে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ‘সি’ গ্রুপে। যেখানে তাদের সঙ্গী ভারত, হংকং ও সিঙ্গাপুর। সবার পয়েন্ট ১ করে, যা লড়াইকে আরও জমিয়ে তুলেছে।

এই গ্রুপের শীর্ষ দল সরাসরি খেলবে এএফসি এশিয়ান কাপে। সে জন্য আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ।

/এএম

Exit mobile version