Site icon Jamuna Television

অস্ট্রিয়ায় স্কুলে গোলাগুলিতে নিহত ৯

অস্ট্রিয়ার একটি স্কুলে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আততায়ীসহ মোট নয় জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গ্রাৎসের একটি স্কুলে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ড্রেইয়ার্সচুৎজেনগাস স্কুলে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় একাধিক হতাহতের ঘটনা ঘটেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রাৎসের শহরের এ হামলায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে দেশটির পুলিশ। মোতায়েন করা হয় কোবরা ইউনিটের বিশেষ নিরাপত্তা বাহিনী। অভিযানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় নিরাপত্তা বাহিনীর কর্মীরা। হামলার পর আততায়ী আত্মহত্যা করে বলেও দাবি স্থানীয় গণমাধ্যমের।

/এসআইএন

Exit mobile version