Site icon Jamuna Television

শমিতের অভিষেক, শুরুর একাদশে নেই জামাল

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে শমিত সোমের অভিষেক হচ্ছে। শুরুর একাদশে নেই জামাল ভূঁইয়া।মঙ্গলবার (১০ জুন) ম্যাচের আগে শুরুর একাদশ ঘোষণা করেন কোচ হাভিয়ের কাবরেরা।

দলে আছেন রাকিব হোসেন, ফাহামিদুল ইসলাম, সৈয়দ শাহ কাজেম, মো. হৃদয়, হামজা চৌধুরী, সাদ উদ্দিন, তপু বর্মণ, তারিক কাজী, শাকিল আহাদ তপু ও মিতুল মারমা।

এদিকে ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা। টিকিটি না পেয়ে ভেঙে ফেলা হয় স্টেডিয়ামের চার নম্বর গেইট। তাতে বিনা টিকিটের অনেক দর্শকই ঢুকে পড়ে মাঠে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে লাঠিচার্জ শুরু করে সেনাবাহিনীর দায়িত্বরত সদস্যরা।

হুট করেই চার নম্বর গেইটের আশপাশে দেখা যায় ভয়াবহ বিশৃঙ্খলা। তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে আইনশৃঙ্খলা বাহিনী। অতিরিক্ত ঢুকে পড়ায় গ্যালারিতেও দেখা গেছে উপচে পড়া ভীড়। এর আগে ভূটানের বিপক্ষেও ম্যাচে একই ঘটনা ঘটান টিকিট না পাওয়া উত্তেজিত সমর্থকরা।

অন্যদিকে, টানা ৬ ম্যাচ জয়হীন থাকা সিঙ্গাপুর সবশেষ মালদ্বীপকে হারিয়েছে ৩-১ গোলে। ১ বছর পর ফিরে জোরা গোলে প্রত্যাবর্তন রাঙিয়েছেন দলটির বড় তারকা ফান্দি। আর দুই উইংয়ে আক্রমন সাজাচ্ছেন গ্লে কে ও হারিস স্টুয়ার্ড। এর আগে ১৯৭৩ সালে প্রথম মুখেমুখি দেখায় সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করেছিলে বাংলাদেশ। এরপর ২০১৫ সালে সবশেষ দেখায় ২-১ গোলে হেরেছে বাংলাদেশ।

/এসআইএন

Exit mobile version