Site icon Jamuna Television

কালশীতে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার, হাতে ছিল হাতকড়া

রাজধানীর কালশীতে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার হাতে ছিল হাতকড়া। নিহতের নাম রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি।

আজ মঙ্গলবার (১০ জুন) ভোরে মিরপুর ১১ নম্বর সেক্টরের বি ব্লকের মিল্লাত ক্যাম্প এলাকায় মিলে ওই যুবকের মরদেহ।

স্থানীয়রা জানান, ভোরে মিল্লাত ক্যাম্পের একটি গলিতে পায়ে গামছা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। নিহত যুবক সেই ক্যাম্পেরই বাসিন্দা বলে জানান স্থানীয়রা।

অপরদিকে, নিহতের স্বজনরা জানান, স্থানীয় বিহারী ক্যাম্পের কয়েকজনের সঙ্গে মাদক ব্যবসা নিয়ে আগে থেকেই দ্বন্দ্ব ছিল সানির। এর আগেও কয়েকবার তার উপর হামলা হয়।

পুলিশের ধারণা, মাদক ব্যবসা আর পূর্ব-শত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। এছাড়া নিহতের নামে একাধিক মামলা আছে বলেও জানায় আইনশৃঙ্খলা বাহিনীটি।

/এএইচএম

Exit mobile version