Site icon Jamuna Television

প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

শেষ মুহূর্তের গোলে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ। মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়ামে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে আক্রমণ-পাল্টা আক্রমণ দেখা যায়। রোমাঞ্চকর প্রথম ৪৫ মিনিটে শমিত সোম সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা।

কানায় কানায় পূর্ণ জাতীয় স্টেডিয়ামে নতুন দিনের স্বপ্ন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। যদিও শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল হামজারা, কিন্তু সুযোগ পায় সিঙ্গাপুর।

নিজেদের গুছিয়ে নিয়ে পাল্টা আক্রমণ করে বাংলাদেশও। বিশেষ করে শমিত সোম তৈরি করেন বেশ কিছু সুযোগ। তবে কাজে লাগাতে ব্যর্থ হন রাকিব কিংবা ফাহমিদুলরা। সুযোগ তৈরি করলেও কাজে না আসায় গোলশূন্য ড্রয়ের পথেই এগোচ্ছিল ম্যাচ।

কিন্তু তখন ম্যাচের ৪৪তম মিনিট। গোলকিপার মিতুল বল ফিস্ট করতে গিয়ে ব্যর্থ হন। বক্সের মধ্য থেকে হেডে বল পেয়ে শট নেন সিঙ্গাপুরের সং উই ইয়াং।

দূর থেকে হামজা চৌধুরী বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। পিছিয়ে পড়ে বাংলাদেশ। এর আগে ১৯৭৩ সালে প্রথম মুখোমুখি দেখায় সিঙ্গাপুরের বিপক্ষে ড্র করেছিল বাংলাদেশ। এরপর ২০১৫ সালে সর্বশেষ দেখায় ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

/এসআইএন

Exit mobile version