Site icon Jamuna Television

জামালপুরে পার্কের টাওয়ার থেকে লাফিয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট, জামালপুর:

জামালপুরের সরিষাবাড়ীতে ঘুরতে গিয়ে পার্কের ওয়াচ টাওয়ার থেকে পানিতে লাফিয়ে পড়ে ইমতিয়াজ আকুল মিয়া (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় অবস্থিত স্বপ্নীল পার্কে এ ঘটনা ঘটে।

নিহত আকুল মিয়া একই এলাকার সামছুল হকের ছেলে। তিনি সরিষাবাড়ী পৌর ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আকুল মিয়া কয়েকজন বন্ধুর সঙ্গে পার্কে ঘুরতে যান। একপর্যায়ে বন্ধুদের অজান্তেই পার্কের ওয়াচ-টাওয়ারে উঠে নিচে জমে থাকা পানিতে ঝাঁপ দেন। অনেকক্ষণ দেখতে না পেয়ে তাকে খুঁজতে শুরু করেন তার বন্ধুরা। একপর্যায়ে পার্কের ওয়াচ টাওয়ারের নিচে জমে থাকা পানিতে ডুবন্ত অবস্থায় ইমতিয়াজকে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্বপ্নীল পার্কের মালিক রহুল আমিন সেলিম বলেন, পার্কে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। কিন্তু নিয়ম ভেঙে ঝুঁকিপূর্ণভাবে পানিতে লাফ দিয়েছিলেন তিনি। নিহতের বড় ভাই আমাদের পার্কেই কাজ করেন। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না, খবর পেয়ে রওনা হয়েছি।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ সময়, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এএইচএম

Exit mobile version