আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

|

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মামুন হোসেন (৩৫) নামে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক জায়েদুল ইসলাম বাবু ও ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেনের মধ্যে আধিপত্য নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

একপর্যায়ে বাবু গ্রুপের লোকজন এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে বাদল হোসেনের ছোট ভাই, এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মামুন হোসেন ডান কানে গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই মারা যান তিনি।

ঘটনার পর থেকেই পুরো এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

রূপগঞ্জ থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) সালাউদ্দিন কাদের বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ সময়, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

/এএইচএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply