Site icon Jamuna Television

রাজশাহীতে রেলপথ অবরোধ, সারাদেশের সঙ্গে বন্ধ ট্রেন যোগাযোগ

রাজশাহীর চারঘাটে স্টেশন সংস্কারের দাবিতে রেলপথ অবরোধের মাধ্যমে বিক্ষোভ করছে স্থানীয়রা। বুধবার (১১ জুন) সকাল থেকে উপজেলার নন্দনগাছী রেলস্টেশনে চলছে এ কর্মসূচি।

স্টেশনের দুই পাশে লাল নিশান দিয়ে ট্রেন চলাচল বন্ধ করে বিক্ষুব্ধরা। স্টেশন সংস্কার ও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতিসহ বিভিন্ন দাবি তোলা হয়েছে। এতে, সারাদেশের সাথে রাজশাহীর ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে আটকা পড়েছে খুলনার উদ্দেশ্যে যাত্রা করা সাগরদাঁড়ি এক্সপ্রেস, ঢাকাগামী মধুমতি, বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস।

এই বিক্ষোভের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঈদের ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে ফেরা যাত্রীরা। তবে, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিক্ষুব্ধদের।

/এআই

Exit mobile version