Site icon Jamuna Television

ইসরায়েল থেকে সুইডেনে ফিরলেন গ্রেটা থুনবার্গ

ইসরায়েল থেকে নিজ দেশ সুইডেনে ফিরলেন আলোচিত পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যায় স্টকহোমের আরলান্ডা বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে নানা স্লোগানে তাকে স্বাগত জানান সমর্থকরা। ইসরায়েল থেকে প্রথমে ফ্রান্সগামী একটি বিমানে তুলে দেয়া হয় তাকে।

দেড় সপ্তাহ আগে, ম্যাডলিন নামের ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা দেন ১২ স্বেচ্ছাসেবী। জাহাজটি জব্দের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের আটক করে ইসরায়েল। তাদের মধ্যে চারজন নিজ দেশে ফেরার সিদ্ধান্ত নেন, যাদের অন্যতম গ্রেটা। বাকিরা এখনো ইসরায়েলি হেফাজতে।

/এআই

Exit mobile version